প্রথম নিউজ, ডেস্ক:
যে ভাবেই হয়ে থাকুন, ভদ্রলোক এই রাষ্ট্রের প্রতিমন্ত্রী নামের একটি উঁচু পদে আসীন। তাও আবার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রনালয়ের। দেশী-বিদেশী সভ্য, জ্ঞানী, দক্ষ ও সুরুচিবান অনেক মানুষের সঙ্গে উঠাবসা করতে হয় তাকে। কিন্তু তার অবস্থা দেখেন। আপাদমস্তক মিথ্যাচারিতা করে আজ একটা পোস্ট করেছেন। পোস্টের স্ক্রিনশট এবং আমার মন্তব্য তুলে দিলাম। পড়ে দেখেন।
আমার মন্তব্য:
আগাগোড়া মিথ্যে। সম্পূর্ণ বানোয়াট গল্প। আমি চ্যালেঞ্জ করে বলছি, সায়েম সাহেবের বইতে এমন কোনো বিবরণই নেই। না জেনে বা যাচাই না করে লিখে থাকলে ভুল শোধরান। ১৯৮৮ সালে হাক্কানী পাব্লিশার্স প্রকাশিত বইয়ের কয়েকটি সংস্করণ প্রকাশিত হয়েছে। কেউ কখনো বাজেয়াপ্ত বা নিষিদ্ধ করেনি। ১৯৯৭ সালে সায়েম সাহেবের মৃত্যু হলে বইটির বাংলা অনুবাদ ভোরের কাগজে ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়। সাংবাদিক মশিউল আলমের অনুবাদ করা 'বঙ্গভবনে শেষ দিনগুলি' শিরোনামের বইটি প্রকাশ করে ``মওলা ব্রাদার্স''

প্রতিমন্ত্রী ভদ্রলোকের পোস্টের স্ক্রিনশট
মারুফ কামাল খান, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট ; সাবেক প্রেস সচিব, বিএনপি চেয়ারপারসন (ফেইসবুক ওয়াল থেকে)
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: