নরসিংদীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে ৬ জনের মৃত্যু
শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার পঁচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তার সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।