কোস্টাল আলট্রা-ম্যারাথন ২০-২২ ফেব্রুয়ারি, নিবন্ধনের শেষ দিন আজ

কোস্টাল আলট্রা-ম্যারাথন ২০-২২ ফেব্রুয়ারি, নিবন্ধনের শেষ দিন আজ

প্রথম নিউজ, অনলাইন:  বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের মেরিন ড্রাইভে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের দীর্ঘতম আলট্রা-ম্যারাথন ‘কোস্টাল আলট্রা ২০২৫’। আগামী ২০ থেকে ২২ ফেব্রুয়ারি ‘সুমদ্র বাঁচাও, পৃথিবী বাঁচাও’ প্রতিপাদ্য নিয়ে ‘কোস্টাল আলট্রা বাংলাদেশ’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই ইভেন্টটি আয়োজন করছে। দেশের দৌড়ের ইতিহাসে এই প্রথম ২০০ কিলোমিটার দূরত্বের আলট্রা-ম্যারথন আয়োজন হতে চলেছে।

দেশের উপকূলীয় অঞ্চলে দীর্ঘ দূরত্বের দৌড় বা আলট্রা-ম্যারাথন আয়োজনের মাধ্যমে দেশে স্পোর্টস ট্যুরিজমের প্রসার, সেইসঙ্গে ভ্রমণপিপাসু মানুষকে পরিবেশবান্ধব ভ্রমণে উদ্বুদ্ধকরণ এবং সর্বপরি উপকূলের পরিবেশগত ভারসাম্য ও সমুদ্র তলদেশের জীব বৈচিত্র্য রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে এই আলট্রা-ম্যারাথনের আয়োজন করছে ‘কোস্টাল আলট্রা বাংলাদেশ’।
এ ধরনের ইভেন্টের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশকে ব্র্যান্ডিং করাই সংগঠনটির অন্যতম উদ্দেশ্য।

আলট্রা-ম্যারাথন বা আলট্রা রান হচ্ছে একধরনের দীর্ঘ দূরত্বের দৌড়, যেখানে গতানুগতিক ম্যারাথন দৌড়ের দূরত্ব ৪২.১৯৫ কিলোমিটারের চেয়ে বেশি দৈর্ঘ্যের দৌড় আয়োজন করা হয়ে থাকে। তবে সবচেয়ে ছোট দূরত্বের আলট্রা-ম্যারাথন হচ্ছে ৫০ কিলোমিটার। সাম্প্রতিক বছরগুলোতে সারা বিশ্বেই এই আলট্রা-ম্যারাথনের ব্যাপক প্রসার ঘটেছে।
আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও প্রায়শই বিভিন্ন স্থানে আলট্রা-ম্যারাথন অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের নানা শহর ও স্থানের ব্র্যান্ডিং এবং সমাজে ইতিবাচক জীবনধারার প্রসারে এ রকম আয়োজন একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

দেশের দীর্ঘতম এই আলট্রা-ম্যারাথনে আয়োজক সংগঠনের বেধে দেওয়া যোগ্যতার আন্তর্জাতিক মানদণ্ডপুরণ সাপেক্ষে বাছাইকৃত দেশি-বিদেশি প্রায় ৪০০ জন দৌড়বিদ অংশগ্রহণ করবেন এবং তাদের সহায়তার জন্য ২৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। অংশগ্রহণকারীরা ৫০ কিলোমিটার, ১০০ কিলোমিটার, ১০০ মাইল এবং ২০০ কিলোমিটার- এই চারটি ক্যাটাগরিতে দৌড়ে অংশ নেবেন।
এই ইভেন্টে অংশগ্রহণের জন্য কোন রেজিষ্ট্রেশন ফি নেই, অংশগ্রহণকারীদের সকল সেবা বিনামূল্যে দেওয়া হবে। 

১৭ ডিসেম্বর রাত ৮টা থেকে ‘কোস্টাল আলট্রা ২০২৫’ এ অংশগ্রহণের জন্য আবেদন শুরু হয়েছে, শেষ হবে আজ ২৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। আবেদন করতে ‘কোস্টাল আলট্রা বাংলাদেশ’ এর ওয়েবসাইট http://coastalultra.com/ ভিজিট করুন।