রাজধানীতে হিযবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার
শুক্রবার তুরাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
প্রথম নিউজ, অনলাইন : রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তুরাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাদের গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারকৃতদের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।