বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভবিষ্যতে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম হবে না: সারজিস
আজ শুক্রবার (২৫ অক্টোবর) সকালে মাদারীপুর পৌসভার হল রুমে মাদারীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রথম নিউজ, মাদারীপুর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, এটা শতভাগ নিশ্চিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম ভবিষ্যতে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম হবে না। আজ শুক্রবার (২৫ অক্টোবর) সকালে মাদারীপুর পৌসভার হল রুমে মাদারীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, এই প্ল্যাটফর্মের মানুষগুলো যদি ভবিষ্যতে রাজনীতি করতে চায় তাহলে অন্য কোন নামে বা অন্য কোন ব্যনারে কিছু একটা তৈরি করে রাজনীতি করবে। অবশ্যই সবার গণতান্ত্রিক অধিকার এবং তাদেরও আছে।