শো বেড়েছে ‘দাগি’র

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ঈদে মুক্তি পেয়েছে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমা ‘দাগি’। সিনেমাটির মাধ্যমে দুই বছর পর বড় পর্দায় ফিরেছেন নিশো। ঈদের দিন মুক্তির পর থেকেই ‘দাগি’ সিনেপ্লেক্সগুলোতে হাউজফুল যাচ্ছে। এদিকে, মুক্তির একদিন পরই নতুন খবর জানিয়েছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। তিনি জানান, ঈদের দিন থেকে মাল্টিপ্লেক্সে সিনেমাটির ৩৪টি শো চলছিল। একদিন যেতে না যেতেই আরও ১০টি শো বাড়ানো হয়েছে।
আলফা আই থেকে আরও জানানো হয়, কেবল সিনেপ্লেক্সে দ্বিতীয় দিন পর্যন্ত ৩৪টি শো ছিল। তৃতীয় দিন থেকে রানিং রয়েছে ৪৪টি শো। এর সংখ্যা আরও বাড়তে পারে। দাগিতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এদিকে, ‘দাগি’র দর্শক রিভিউও বেশ ভালো। হল থেকে বের হয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শক।
ভূয়সী প্রশংসা করছেন নিশো-তমাসহ অভিনয়শিল্পীদের। এদিকে, এ ছবিটিকে পাল্লা দিয়ে চলতে হচ্ছে শাকিব খানের মতো বড় তারকার ‘বরবাদ’ সিনেমার সঙ্গে, যা কি না শত হলে মুক্তি পেয়েছে। অন্যদিকে, সিয়াম আহমেদের ‘জংলি’র দর্শক রিভিউও ভালো। সবমিলিয়ে বেশ প্রতিযোগিতার মধ্যদিয়েই যাচ্ছে নিশোর ‘দাগি’।