ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মারিলিয়া প্লেন দুর্ঘটনায় নিহত
ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মারিলিয়া মেন্ডনকা প্লেন দুর্ঘটনায় নিহত হয়েছেন
প্রথম নিউজ, ডেস্ক : ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মারিলিয়া মেন্ডনকা প্লেন দুর্ঘটনায় নিহত হয়েছেন। ২৬ বছর বয়সী এই গায়িকা খুব অল্প বয়সে সুরের মুর্ছনায় সবার মন জয় করে ফেলেন। তার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না ব্রাজিলিয়ানরা।
ব্রাজিলের কর্তৃপক্ষ জানায়, মারিলিয়াসহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও চারজন। তারা হলেন মারিলিয়ার এক আত্মীয়, তার প্রযোজক ও দুইজন ক্রু সদস্য। দেশটির মিনাস গেরাইস রাজ্যে এ দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার ( ৫ নভেম্বর)।
জানা গেছে, কারাটিঙ্গা শহরে স্থানীয় সময় শুক্রবার ( ৫ নভেম্বর) সন্ধ্যায় তার কনসার্টে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই দুর্ঘটনার কবলে পড়ে প্লেনটি। দুর্ঘটনার এক ঘণ্টা আগেও তিনি ব্যক্তিগত এয়ারক্র্যাফটে বসার প্রস্তুতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।
কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: