ফ্যাসিবাদ পালিয়ে গেছে, মুক্ত পরিবেশে উৎসব করতে পারছি সালাউদ্দিন টুকু

প্রথম নিউজ, টাঙ্গাইল: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাত্র —জনতার আন্দোলনে ফ্যাসিবাদ পালিয়ে গেছে, আমরা মুক্ত পরিবেশে আনন্দ —উৎসব করতে পারছি। তিনি গত মঙ্গলবার টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ঢালান গোপালপুর ও পৌরসভার সাকরাইলে আয়োজিত দুটি পৃথক বার্ষিক ক্রীড়া ও ঘোড় দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সুলতান সালাউদ্দিন টুকু তার বক্তব্যে উপস্থিত সকলকে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার নিজের সহ বিএনপির পক্ষে ঈদ শুভেচ্ছা জানান। তিনি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত টাঙ্গাইল গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে টাঙ্গাইলের উন্নয়ন করা হবে।ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে তার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু. সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজগর আলী. জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী. জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীর. কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী সদস্য সৈয়দ শহিদুল ইসলাম টিটু. আবদুল্লাহেল কাফী শাহেদ. জেলা মহিলা দলের সাবেক সাধাঃ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম. জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম.সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভসহ বিএনপি.এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।