আদালত প্রাঙ্গণে মমতাজকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ

আদালত প্রাঙ্গণে মমতাজকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ

প্রথম নিউজ, মানিকগঞ্জ: মানিকগঞ্জে হত্যা ও নাশকতার পৃথক দুই মামলায় রিমান্ড শুনানির পর আদালত থেকে বের করার সময় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম ও জুতা ছুঁড়েছেন বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে টানটান উত্তেজনা বিরাজ করে।

এদিন সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মমতাজ বেগমকে আদালতে আনা হয়। পরে সকাল ১১টার দিকে হরিরামপুর ও সিংগাইর উপজেলার দুটি পৃথক মামলায় শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানী শেষে বেলা ১২টার দিকে মমতাজ বেগমকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল। এ সময় উপস্থিত বিএনপি সমর্থক নেতাকর্মীদের একটি অংশ ‘হত্যার বিচার চাই, মমতাজের ফাঁসি চাই’, ‘মমতাজের দুই গালে জুতা মার তালে তালে’ স্লোগান দিতে দিতে হঠাৎ করে ডিম ও জুতা ছুঁড়ে মারেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিমের কয়েকটি মমতাজ বেগমের গায়ে লাগলেও নিরাপত্তায় নিয়োজিত পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে ফেলেন। এই ঘটনায় মুহূর্তেই আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।