টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
রায়ণগঞ্জের পাইকপাড়া জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পেছনে এ দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: টিকটক ভিডিও বানানোর সময় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে আনিল (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জের পাইকপাড়া জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পেছনে এ দুর্ঘটনা ঘটে। আনিল পাইকপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে ও এলাকার কিন্ডার কেয়ার স্কুলের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় লোকজন জানায়, ওই দিন পাইকপাড়া এলাকার সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনের জন্য নির্মাণাধীন একটি তিনতলা ভবনের ছাদে দুই বন্ধুকে নিয়ে টিকটক বানাতে ওঠে আনিল। ভিডিও বানানোর এক পর্যায়ে সে অসতর্কতায় ছাদ থেকে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। তাকে আহত অবস্থায় প্রথমে সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সদর মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, 'এ ধরনের কোনো খবর আমার জানা নেই। কেউ থানায় অভিযোগ করেনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: