বাবা ও শিশু সন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার
নেত্রকোনা শহর এলাকার একটি বাসা থেকে বাবা ও শিশু সন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ

প্রথম নিউজ, নেত্রকোনা : নেত্রকোনা শহর এলাকার একটি বাসা থেকে বাবা ও শিশু সন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার নাগড়া বিএডিসি ফার্মের উত্তরে রুহুল আমিনের বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লাশ উদ্ধার করা হয়েছে আব্দুল কাইয়ুম (৩৩) ও তার দুই বছরের শিশুপুত্র শাকিলের।
আব্দুল কাইয়ুম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেরার খামার গ্রামের আক্কাছ সরদারের ছেলে বলে জানা গেছে। তিনি নেত্রকোনায় নাগড়া ওষুধ প্রশাসন অধিদফতরে চাকরি করতেন। তিনি নাগড়া রুহুল আমিনের ভাড়া বাসায় স্ত্রী-পুত্র নিয়ে প্রায় সাত বছর ধরে বসবাস করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত আব্দুল কাইয়ুম বুধবার রাতে রাতের খাবার খেয়ে যথারীতি ঘুমিয়ে পড়েন। ভোর আনুমানিক ৫টার দিকে আব্দুল কাইয়ুমের স্ত্রী ঘরের ধরনার সাথে স্বামী ও সন্তানের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে যান। পুলিশকে খবর দেয়া হলে বাবা-ছেলের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: