সিলেটের দয়ামীরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় নিহত ২

সিলেটের দয়ামীরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় নিহত ২

প্রথম নিউজ, সিলেট: সিলেটের ওসমানী নগর উপজেলার দয়ামীর সানাউল্লাহ এলাকায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

আজ রোববার সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: কামরুল ইসলাম (৬০) এবং ইদ্রিছ আলী ৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দয়ামীর সানাউল্লাহ এলাকার সড়কে একটি ট্রাক দাঁড়ানো ছিল। দাঁড়িয়ে থাকা ট্রাকের সামনে দুজন কথা বলছিলেন। পেছন থেকে আরেকটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই ঘটনাস্থলে মারা যায়। নিহতদের মরদেহ ও ট্রাক দুটি হাইওয়ে পুলিশকে হস্তান্তর করা হয়েছে। 

ওসমানী নগর থানার ওসি শ্যামল বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।