যশোরে হত্যা মামলার আসামি পেলেন নৌকা
সেলিম রেজা পান্নুর বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মোড়ল।
প্রথম নিউজ,যশোর: যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন জেলা শ্রমিকলীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু। তিনি মৎস্য ব্যবসায়ী ইমরোজকে কুপিয়ে হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
এমন অভিযোগ তুলে মনোনয়ন বাতিলের দাবিতে সোমবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৭ নেতা।
সেলিম রেজা পান্নুর বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মোড়ল।
সংবাদ সম্মেলনে বলা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়নের ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে মনোনয়ন প্রত্যাশীদের যে নামের তালিকা পাঠানো হয় তাতে সেলিম রেজা পান্নুর নাম উল্লেখ ছিলো না। কে বা কারা তার নাম প্রস্তাব করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে পাঠিয়েছে। এই ইউনিয়নের অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতাকে উপেক্ষা করে সেলিম রেজা পান্নুকে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সেলিম রেজা পান্নু ২০১৯ সালের ২৪ জুলাই চাঁচড়া এলাকায় মৎস্য ব্যবসায়ী ইমরোজকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এর বাইরেও অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবিলম্বে তার মনোনয়ন বাতিল করে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নৌকা প্রতীক দেয়ার দাবি জানানো হয়।
আগামী ৫ জানুয়ারি যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: