শিশু অপহরণ-ইজিবাইক চালক হত্যায় গ্রেফতার ৮
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত তিন বছরের এক শিশুকে সিরাজগঞ্জ থেকে উদ্ধার
প্রথম নিউজ, ঢাকা: ঢাকার আশুলিয়া থেকে অপহৃত তিন বছরের এক শিশুকে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে র্যাব-৪ এর একটি দল অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে। একই সঙ্গে অপহরণের ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করে।
অন্যদিকে বিশেষ অভিযানে গাজীপুরের কালীগঞ্জ এলাকা থেকে ইজিবাইক চালক সাইফুল ইসলামকে (২৬) গলাকেটে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের সঙ্গে সরাসরি জড়িত সাত জনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে র্যাব-১ এর একটি দল তাদের গ্রেফতার করে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ছিনতাই করা ইজিবাইকসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
পৃথক ঘটনায় প্রযুক্তির সহায়তায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে বলে জানান র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। তিনি জানান, রোববার (২৪ অক্টোবর) বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: