দেশের মানুষ দ্রবমূল্যে বৃদ্ধির কারণে নিশ্বাস নিতে পারছে না : শামা ওবায়েদ
তিনি বলেন, ১৮ সালে নিশিরাতে যারা সিল মেরে ভোট দিয়েছিল, যারা হালুয়া-রুটির ভাগ পায়নি, সেই আওয়ামী লীগের লোকজনই এখন কষ্টে আছে। ১৮ কোটি লোক তো কষ্টে আছেই।
প্রথম নিউজ, শরীয়তপুর: ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই দাবিতে আজ বিএনপির সমাবেশ। কিন্তু সেটি করার জন্য অনুমতি দেয়নি। কারণ এই সমাবেশে আওয়ামী লীগের লোকজনই অংশগ্রহণ করত। যেই হারে দেশে সব পণ্যের দাম বাড়ছে, সেই হারে মানুষের আয় বাড়েনি। এখন বলতে হয়, ১৩ বছর বিনা ভোটে থাকার পরও পায়ের নিচের মাটিটা নড়বড়ে হয়ে গেছে।
আজ বুধবার দুপুর ১২টায় শরীয়তপুর মডেল টাউনের সামনে জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন দ্রবমূল্যের কারণে নিশ্বাস নিতে পারছে না। ১৮ সালে নিশিরাতে যারা সিল মেরে ভোট দিয়েছিল, যারা হালুয়া-রুটির ভাগ পায়নি, সেই আওয়ামী লীগের লোকজনই এখন কষ্টে আছে। ১৮ কোটি লোক তো কষ্টে আছেই।
১০ টাকা কেজি দরে চালেরম প্রসঙ্গ টেনে বিএনপি নেত্রী বলেন, বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে। বিএনপি যখন ক্ষমতা ছাড়ে, তখন দেশে চালের দাম ১৬ টাকা ছিল। ২০০৮ সালের নির্বাচনে হাসিনা সরকার বলেছিল ১০ টাকা কেজি দরে চাল দেবে, ঘরে ঘরে যুবকদের চাকরি দেবে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনবে, কিন্তু পারেনি। তারা শুধু কথার ফুলঝুরিই ফোটায়। জনগণের জন্য কিছু করে না।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি শফিকুল রহমান কিরণ, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, মাহাবুব তালুকদারসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews