নবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঢাকার নবাবগঞ্জের সৌদি প্রবাসী মো. সোহেল মিয়ার চার বছরের একমাত্র ছেলে পানিতে ডুবে মারা যায়। নবাবগঞ্জ উপজেলার মাঝির কান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, ঢাকা : ঢাকার নবাবগঞ্জের সৌদি প্রবাসী মো. সোহেল মিয়ার চার বছরের একমাত্র ছেলে পানিতে ডুবে মারা যায়। নবাবগঞ্জ উপজেলার মাঝির কান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুরে খেলাধুলা করছিল । কখন যে বাড়ির বাইরে বের হয়ে যায় খেয়াল করেনি। দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে নিহতের মা প্রতিবেশীর বাড়িতে খোঁজাখুঁজি করতে থাকেন। বাড়ি এবং আশেপাশে খোঁজে নাপেয়ে না পেয়ে সন্দেহ হলে বাড়ির থেকে একটু দূরে ডোবায় পানিতে জাল দিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানিতে মৃত্যু অবস্থায় পাওয়া যায়। উপজেলার মাঝিরকান্দা গ্রামের প্রবাসী সুহেলের ছেলে আব্দুর রহমান (৪) অনেক চঞ্চল ছিল। পিতা মাতার সাথে সৌদি আরবে বসবাস করতো। মায়ের সাথে তিন মাস পূর্বে বাড়িতে বেড়াতে এসেছে।
আজ নিহতের পিতা সুহেল সৌদি আরব থেকে আসার পর জানাজা শেষে মাঝির কান্দা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: