ফটিকছড়িতে ভ্যানচালকের লাশ উদ্ধার
ফটিকছড়িতে মুহাম্মদ নুরুন্নবী (৪৫) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরুন্নবী নাজিরহাট পৌরসভার সুয়াবিল ১নং ওয়ার্ডের কান্তর আলী মুন্সী বাড়ীর মৃত নুরু ছাফার পুত্র।
প্রথম নিউজ, চট্টগ্রাম : ফটিকছড়িতে মুহাম্মদ নুরুন্নবী (৪৫) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরুন্নবী নাজিরহাট পৌরসভার সুয়াবিল ১নং ওয়ার্ডের কান্তর আলী মুন্সী বাড়ীর মৃত নুরু ছাফার পুত্র। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার সুয়াবিল ১নং ওয়ার্ডের কমিউনিটি সেন্টারের পূর্বপাশের বিল থেকে ভুজপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহতের স্ত্রী জানান, নুরুন্নবী গতকাল সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে আর ফিরে যায়নি। রাত ১ টার দিকে তাঁর মুঠোফোনে ফোন করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার সাথে কারো সাথে তেমন বিরোধ নেই। নিহত নুর নবীর দুটি কন্যা সন্তান রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ.এস.পি (হাটহাজারী সার্কেল) শাহাদাৎ হোসেন, ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন ফারুকী। পুলিশ জানায়, লাশের গায়ে তেমন কোন আঘাতের চিহ্ন নেই। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: