নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, চেয়ারম্যানসহ নিহত ২

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, চেয়ারম্যানসহ নিহত ২

প্রথম নিউজ, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইটসহ (৫০) দুইজন নিহত হয়েছেন। বুধবার রাত প্রায় ১১টার দিকে কালিয়া-বড়দিয়া সড়কের সীমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত খান রাসেল সুইট নড়াগাতি থানার বড়দিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি উপজেলার খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। নিহত অপরজনের নাম শওকত সর্দার। তিনি টোনা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত প্রায় ১১টার দিকে উপজেলার খাশিয়াল ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট নিজে প্রাইভেটকার চালিয়ে কালিয়া উপজেলার সদর থেকে বড়দিয়া নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় তার গাড়িতে ওই ইউপির টোনা গ্রামের শওকত সর্দার ও মো. ওয়ালিউল্লাহ নামে দুই ব্যক্তি বসা ছিলেন। প্রাইভেটকারটি কালিয়া-বড়দিয়া সড়কের সীমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে পানিতে ডুবে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট ও শওকত সর্দার মারা যান। গাড়িতে থাকা ওয়ালিউল্লাহ প্রাণে বেঁচে যান। নড়াগাতি থানার ওসি রোকসানা খানম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ দুর্ঘটনায় পতিত প্রাইভেটকারটি জব্দ করেছে।