টঙ্গীতে আগুনে অঙ্গার অর্ধশতাধিক বসতঘর
শুক্রবার রাত আড়াইটার দিকে ইসমাইল মিয়ার বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

প্রথম নিউজ, টঙ্গী: গাজীপুরের টঙ্গীর মিলগেট চুড়ি ফ্যাক্টরি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ৫২টি ঘর পুড়ে অঙ্গার হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার রাত আড়াইটার দিকে ইসমাইল মিয়ার বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ইসমাইল মিয়া জানায়, রাতে মানুষের চিৎকার চেচামেচিতে ঘুম ভাঙলে দরজা খুলে দেখি আগুন জ্বলছে। অল্প সময়ের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা প্রথমে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: