বাসা থেকে কাউন্সিলরের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের দক্ষিণ বড়গাছা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রথম নিউজ, নাটোর: নাটোরে ভাড়া বাসা থেকে পৌর কাউন্সিলরের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের দক্ষিণ বড়গাছা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পলি খাতুনের (৩০) বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল এলাকায়। তিনি নলডাঙ্গা পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াসের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পলি রাজশাহী ল’ কলেজ থেকে ফাইনাল পরীক্ষা শেষে ইন্টার্নশিপের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি ওই ভাড়া বাসায় তার ভাগনিকে নিয়ে থাকতেন। সোমবার রাতে তিনি স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলে ঘুমাতে যান।
মঙ্গলবার সকালে তার ভাগনি (২৬) তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের ফোনে বিষয়টি জানায়। তারা এসে ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে পলির মরদেহ ঝুলতে দেখে। তার বাবা কাশেম মরদেহ নামান।
কাউন্সিলর পিয়াস বলেন, ‘পাঁচ বছর আগে আমরা ভালোবেসে বিয়ে করি। এতদিন পর এসে পলির মা-বাবা তার অন্য জায়গায় বিয়ে দিতে চাচ্ছিলো। আমাদের মধ্যে বনিবনা ঠিক ছিল। তবে পলি তার মা-বাবার বিষয়টি নিয়ে মানসিক অশান্তিতে ছিল। রাতেও এ বিষয়ে কথা হচ্ছিল।
ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews