সাবেক প্রেমিকার আপত্তিকর ছবি প্রকাশ, যুবক গ্রেফতার

ঢাকা কলেজের ছাত্র শাকিল গ্রেফতার

সাবেক প্রেমিকার আপত্তিকর ছবি প্রকাশ, যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত শাকিল

প্রথম নিউজ ফেনী: ফেনীতে প্রেমিকার নামে ফেইক আইডি খুলে আপত্তিকর ছবি ও ভিডিও প্রচারের অভিযোগে শাকিল নামে ঢাকা কলেজের এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) ফুলগাজী থানা পুলিশের একটি দল তাকে জামালপুরের মেলান্দহ এলাকা থেকে গ্রেফতার করে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা কলেজের অনার্স পড়ুয়া ছাত্র শাকিলের সঙ্গে টাঙ্গাইল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের এক হিন্দু ধর্মাবলম্বী ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শাকিলের বাড়ি জামালপুর এবং ওই ছাত্রীর বাড়ি ফেনীর ফুলগাজীতে। এক পর্যায়ে দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হলে ওই ছাত্রী নিজের মোবাইল নম্বর পরিবর্তন করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর নামে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভিডিও প্রচার করতে থাকেন শাকিল। পরে ফুলগাজী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থী।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মঈন উদ্দিন জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে জামালপুর থেকে অভিযুক্ত শাকিলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মোবাইল, পেনড্রাইভ এবং মেমোরিকার্ড জব্দ করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।