সেন্টমার্টিনে ৩২ হাজার পিস ইয়াবাসহ একজন আটক
সেন্টমার্টিনে ৩২ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া
প্রথম নিউজ, কক্সবাজার: সেন্টমার্টিনে ৩২ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে টেকনাফ থানার আওতাধীন সেন্টমার্টিনের দক্ষিণপাড়া ঘাটসংলগ্ন এলাকা থেকে ৩২ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সমুদ্রপথে সেন্টমার্টিন হতে টেকনাফে ইয়াবা পাচার হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লে. এম তারেক আহমেদের নেতৃত্বে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সেন্টমার্টিনের দক্ষিণ পাড়াঘাটসংলগ্ন এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে একটি ব্যাগসহ আটক করে। পরবর্তীতে উক্ত ব্যাগটি তল্লাশি করে ৩২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ হওয়া ইয়াবা ও আটক মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বন দস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: