প্রথম নিউজ, কক্সবাজার: ঈদের ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটকের ঢল নেমেছে। সৈকতের লাবনী পয়েন্ট থেকে শুরু করে মেরিন ড্রাইভের ইনানী পাটুয়ারটেক পাথুরে সৈকত পর্যন্ত ভিড় করছেন তারা। সাগরের নীল জলরাশিতেও উচ্ছ্বাসে মেতেছেন পর্যটকরা। এ ছাড়া ইনানীর পাথুরে সৈকত, পর্যটন স্পট দরিয়ানগর, হিমছড়ি, ডুলাহাজারা সাফারি পার্ক, রামুর বৌদ্ধ মন্দিরও পর্যটকে মুখরিত হয়েছে।
হোটেল-মোটেল ও গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, শহর ও মেরিন ড্রাইভের পাঁচ শতাধিক হোটেল-মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টে প্রায় এক লাখ ৭০ হাজার পর্যটক থাকার ব্যবস্থা রয়েছে।
এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন,পর্যটকদের নিরাপত্তা ও সেবায় অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ট্যুরিস্ট পুলিশ তৎপর রয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে।