মাদ্রিদে মহারণ আজ এল ক্লাসিকোয় মুখোমুখি রিয়াল-বার্সা
প্রথম নিউজ, ডেস্ক : সান্তিয়াগো বার্নাব্যুতে আজ (শনিবার) উৎসবের আমেজ। গোটা বিশ্বে ছড়িয়ে থাকা রিয়াল-বার্সা সমর্থকদের নজরও এখন একদিকে। অপেক্ষা জমজমাট এক এল ক্লাসিকোর। বাংলাদেশ সময় আজ রাত একটায় মুখোমুখি হচ্ছে লা লিগার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
কিলিয়ান এমবাপে প্রথমবার খেলবেন এল ক্লাসিকো। শনিবার লা লিগার এই ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ সমর্থকেরা উচ্ছ্বসিত ভিনিসিয়াস জুনিয়রকে নিয়েও। চ্যাম্পিয়ন্স লিগে চলতি সপ্তাহেই হ্যাটট্রিক করেছেন ব্রাজ়িলিয়ান তারকা।
কিন্তু চিন্তার জায়গাও থাকছে। চোটের কারণে ওই ম্যাচে খেলতে পারবেন না রদ্রিগো। যেমন খেলতে পারবেন না থিবো কুর্তোয়াও। দানি কার্বাহাল হয়তো পুরো মৌসুমেই খেলতে পারবেন না।
তারপরও ধারে-ভারে তারকায় এগিয়ে রিয়াল মাদ্রিদ। এমবাপে, জুড বেলিংহ্যাম, ভিনিসিয়াস তো আছেনই, আছেন এন্দ্রিকের মতো প্রতিভাবান, লুকা মদ্রিচের মতো অভিজ্ঞ, ফেদেরিকো ভালভাবের্দের মতো বিচক্ষণ মিডফিল্ডার-সব মিলে রিয়াল ভারসাম্যপূর্ণ এক দণ।
অন্যদিকে বার্সেলোনার কোচ কোচ হান্সি ফ্লিকের কাছে এক ঝাঁক তরুণ ফুটবলার। লামিনে ইয়ামালের বয়স ১৭ বছর। পেদ্রি, মার্ক কাসাদো, ফের্মিন লোপেস, আলেহান্দ্রো বালদে, আনসু ফাতি-পাঁচ জনেই একুশের কোঠায়। ফাতি ২২ হয়ে যাবেন ৩১ অক্টোবর। গাবি ২০ বছর। ৩৬ বছরের লেওয়ানডস্কি এই দলটায় যেন 'সবার চাচা'।
তবে তরুণ দলটি কী করতে পারে, সেটা গত বুধবারই বায়ার্ন মিউনিখের বিপক্ষে দেখা গেছে। চ্যাম্পিয়নস লিগে বায়ার্নকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। রিয়ালের জন্য তাই কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। আর সেই কঠিন লড়াইও তো দেখত চান সমর্থকরা। তা না হলে কিসের এল ক্লাসিকো!
১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। ঘরের মাঠে আজ রিয়াল জিতলে ধরে ফেলবে বার্সেলোনাকে। অন্যদিকে, বার্সার জয় মানে দূরত্ব বাড়বে আরও।