পটুয়াখালী পুলিশ লাইনে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি খেলা অনুষ্ঠিত
প্রথম নিউজ, ঢাকা: স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে আইজিপি কাপ জাতীয় অনুর্ধ্ব-১৯ যুব কাবাডির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার পটুয়াখালী পুলিশ লাইনে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। পটুয়াখালী জেলার সব উপজেলার কাবাডি দল উক্ত টুর্নামেন্টে অংশ গ্রহণ করে। শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ উপজেলা কাবাডি দল। খেলায় চ্যাম্পিয়ন হয় পটুয়াখালী সদর ও রানার আপ মির্জাগঞ্জ উপজেলা কাবাডি দল। মির্জাগঞ্জ উপজেলা দলে অধিনায়ক ছিলেন জান্নাতুল আদন মৌটুসি।
ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে উপহার তুলে দেন পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ,পিপিএম।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: