প্রকাশ্যে শাকিব-বুবলীর সন্তান, বয়স আড়াই বছর

জানা গেছে, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন বুবলী, যার নাম রাখা হয় শেহজাদ খান বীর।

প্রকাশ্যে শাকিব-বুবলীর সন্তান, বয়স আড়াই বছর

প্রথম নিউজ, ঢাকা: কয়েক দিন ধরে ব্যাপক গুঞ্জনের পর এবার প্রকাশ্যে আসতে যাচ্ছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক-নায়িকা শাকিব খান ও বুবলী দম্পতি সন্তান। দুই তারকার পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আরও আড়াই বছর আগেই বাবা-মা হয়েছেন তারা।

জানা গেছে, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন বুবলী, যার নাম রাখা হয় শেহজাদ খান বীর।

পারিবারিক সূত্রটি বলছে, গর্ভধারণের পরই ২০২০ সালের জানুয়ারি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী। এরপর টানা ৯ মাস বলতে গেলে তার কোনো খোঁজ-খবর পাওয়া যায়নি। পরে গত বছরের জানুয়ারিতে আবারও প্রকাশ্যে আসেন বুবলী। সে সময় তিনি জানান, এত দিন যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি, ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে।

যুক্তরাষ্ট্রে যাবার আগে ‘বীর’ ও ‘ক্যাসিনো’ নামে দুটি ছবির শুটিং করেন বুবলী। এরপর গত ২৭ সেপ্টেম্বর হঠাৎ ফেসবুকে পোস্ট করা বেবি বাম্পের দুটি ছবি আলোচনায় আনে বুবলীকে। ‘বীর’ সিনেমার শুটিংয়ের সময় বুবলীর গর্ভধারণের যে গুঞ্জন উঠেছিল সেটি আরও তীব্রতর হয়। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom