আসিফ আকবরের ১০ গান নতুন বছরে
এরমধ্যে কতো ভালোবাসি, আমি ভীষণ একা, গুরু বলে, আমায় নিয়ে খেলছো তুমি, ভালোবাসি জানটা, হৃদয় শুধু জানে প্রভৃতি মৌলিক গান প্রকাশ হয়েছে তার।
প্রথম নিউজ, বিনোদন: ১০ গান দিয়ে বছর শুরু করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এরমধ্যে বছরের ১৩ দিন অতিবাহিত হয়েছে। এই সময়েই গানগুলো প্রকাশ হয়েছে। এরমধ্যে কতো ভালোবাসি, আমি ভীষণ একা, গুরু বলে, আমায় নিয়ে খেলছো তুমি, ভালোবাসি জানটা, হৃদয় শুধু জানে প্রভৃতি মৌলিক গান প্রকাশ হয়েছে তার। অন্যদিকে উইনিং ব্যান্ডের ‘ওই দূর পাহাড়ের ধারে’, ফিডব্যাক ব্যান্ডের ‘জানালা’, বাপ্পী লাহিড়ীর ‘আজ এই দিনটাকে’ এবং ভারতের ‘শোলে’ ছবির ‘ইয়ে দোস্তি’ গানগুলো কাভার করেছেন তিনি। এরমধ্যে আসিফ আকবর-তারান্নুম আফরীনের দ্বৈত গান ‘কতো ভালোবাসি’ ইউটউবে ১১ লাখ ভিউ পার করেছে। সব মিলিয়ে ১০ গান দিয়ে বেশ ভালোভাবেই বছর শুরু করলেন আসিফ। এ বিষয়ে তিনি বলেন, এটা আসলে প্রতিবারই হয়। নতুন কোনো ঘটনা নয়। আরও অনেক গানই রয়েছে প্রকাশের অপেক্ষায়।
এরমধ্যে ১০টি গান হয়তো প্রকাশ হয়েছে। এ মাসেই আরও গান প্রকাশ হবে। আর সামনে ভালোবাসা দিবস ও ঈদ। সেই উৎসবগুলোর জন্যও গান জমা হয়ে আছে। নতুন গানও রেকর্ডিং চলছে। সব মিলিয়ে এ বছরও অনেক গানই আসবে আশা করি। এদিকে আসিফ আকবর মৌলিক গানের পাশাপাশি তার পছন্দের গানগুলো কাভার করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তারই ধারাবাহিকতায় কয়েকটি কাভার গান প্রকাশ করেছেন চলতি জানুয়ারিতে। এই ধারাবাহিকতাও সামনে অব্যাহত থাকবে বলে জানালেন এ সংগীত তারকা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: