খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলা, নেপথ্যের কারণ জানা গেল

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলা, নেপথ্যের কারণ জানা গেল

প্রথম নিউজ, অনলাইন: খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনাটি অভ্যন্তরীণ কোন্দলের জেরে ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় সম্পৃক্তদের পরস্পরবিরোধী বক্তব্যে বেরিয়ে এসেছে এমন তথ্য। 

ঘটনায় সম্পৃক্ত একজন জানান, হামলার আগে তাদের দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়েছিল। খুলনা সমাজসেবা অফিসে বৃহস্পতিবার বিকেলের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ বিরোধ শুরু হয়।
 

জানা যায়, খুলনা সরকারি বিএল কলেজের ছাত্রনেতা সাজিদুল ইসলাম বাপ্পির সাথে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ছাত্র সাকিব রেজার মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় অপর পক্ষের সাকিব রেজাও আহত হয়েছেন এবং তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় আছেন বলেও জানিয়েছেন।

এর আগে প্রাথমিক তথ্যে জানা যায়, বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নগরীর শিববাড়ী মোড়ের জিয়া হল এলাকার মধ্য থেকে বিএল কলেজের বাপ্পির নেতৃত্বে একদল শিক্ষার্থী বের হওয়ার সময় তাদের ওপর অতর্কিত হামলা হয়। এতে বাপ্পি গ্রুপের অন্তত আটজন আহত হন।

পরে সিটি কলেজের সাকিব রেজা বলেন, মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হাতাহাতি হয়। তার পরই হামলার ঘটনা ঘটে। হামলায় তার একটি হাত ভেঙ্গে যায়। আর বাপ্পি গ্রুপের যারা আহত হয়েছে বলে বলা হচ্ছে তারা সেরকম কোনো আহত হননি।
কেন না চিকিৎসকরা জানিয়েছেন, যে দু’জন নারী সদস্যকে আইসিইউতে রাখা হয়েছে তাদের তেমন কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে
এমন ঘটনায় তারা অতিরিক্ত ভয়ে ‘প্যানিক অ্যাটাকে’ আক্রান্ত হয়েছেন।

খুমেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. দিলীপ কুমার কুন্ডু বলেন, আইসিইউতে এমন কোনো রোগী নেই। আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি সাদিয়া ও পিয়া নামের দু’জন আইসিইউতে আছেন বলে আগে জানালেও এ রিপোর্ট লেখার সময় একাধিকবার তার মোবাইলে কল করা হলেও রিসিভ করেননি