গাছ কাটা নিয়ে বিরোধে গৃহবধূকে কুপিয়ে হত্যা, আটক ১
বুধবার ভোরে উপজেলার চানন্দী ইউনিয়ন থেকে অভিযুক্ত মো. আবুল কালামকে আটক করা হয়।
প্রথম নিউজ,নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় তুচ্ছ ঘটনায় শেফালী বেগম (২৮) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মো. আবুল কালামকে (৫০) আটক করেছে পুলিশ।
আজ বুধবার ভোরে উপজেলার চানন্দী ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। মো. আবুল কালাম ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পের মৃত নবাব হোসেনের ছেলে।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে গাছ কাটা ও শৌচাগার ব্যবহার নিয়ে বাকবিতণ্ডার জেরে আশ্রয়ণ প্রকল্পের মো. ইউসুফের স্ত্রী শেফালী বেগমকে (২৮) দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন মো. আবুল কালাম। পরে আহত শেফালীকে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করলে দিনগত রাত দেড়টায় তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ রাতেই বিভিন্নস্থানে অভিযান চালায়। পরে ভোর রাতে চানন্দী ইউনিয়নের একটি বাড়ি থেকে মো. আবুল কালামকে আটক করে। এসময় তার স্বীকারোক্তিতে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্রটিও (দা) উদ্ধার করা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ দিলে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: