ইউএনও হয়েই স্বামীকে তালাক
স্ত্রী পড়ালেখা করে বিসিএস পাস করে ইউএনও। স্বামী দমকল বাহিনীর সামান্য কর্মী

প্রথম নিউজ, মাগুরা: স্ত্রী পড়ালেখা করে বিসিএস পাস করে ইউএনও। স্বামী দমকল বাহিনীর সামান্য কর্মী। পেশাগত মর্যাদার কারণে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। দুলাভাইয়ের সাথে বড় বোনের এমন আচারণ মেনে নিতে পারেননি শ্যালিকা। দুলাভাইয়ের প্রতি সহানুভূতিশীল হন তিনি। তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে বড় বোনের সাথে বিবাহ বিচ্ছেদ হলে ওই দুলাভাইকে বিয়ে করেন শ্যালিকা। কিন্তু মেয়ের বাবা দিয়েছেন অপহরণের মামলা।
মাগুরার মহম্মদপুর উপজেলায় এ ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। অভিযুক্ত মিলন জানান, তারা স্বেচ্ছায় বিয়ে করেছেন ও একসাথে বসবাস করছেন। মিলনের বাবা মতিয়ার রহমান মোল্লা বলেন, ছোটবেলা থেকে মিলনের সাথে মেয়েটির (ইউএনও) প্রেমের সর্ম্পক ছিল। তাদের পারিবারিক অবস্থা ভালো ছিল না। আমার ছেলেই মেয়েটির পড়ালেখার খরচ দিত। কিন্তু ইউএনও হয়ে পুত্রবধূ তার স্বামী মিলনের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। একপর্যায়ে তালাক দেয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন জানান, মেয়ের বাবা থানায় অভিযোগ করেছেন। উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌশা গ্রামে দরিদ্র পরিবারে বেড়ে ওঠা মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে বিসিএস পাস করে প্রশাসনে যোগ দেন। ইউএনও হিসেবে পদোন্নতি পাওয়ার পর পেশাগত মর্যাদাগত কারণে স্বামী ও স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে। কারণ স্বামী মিলন স্বল্প শিক্ষিত দমকল কর্মী। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন ওসি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: