বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মেহেরপুর জেলার গাংনীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় জিল্লুর রহমান (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
প্রথম নিউজ,মেহেরপুর: মেহেরপুর জেলার গাংনীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় জিল্লুর রহমান (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুই মেয়ে সন্তানের জনক তিনি। নিহত জিল্লুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের আবু হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ভুষিমাল ব্যবসায়ী। আজ শুক্রবার সাড়ে ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহরস্থ রাজা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জিল্লুর রহমান মোটরসাইকেলযোগে গাংনী উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। রাজা ক্লিনিকের সামনে পৌঁছালে, পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় সে ঘটনাস্থলেই নিহত হন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: