স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট হওয়ায় বৃদ্ধকে মারপিট
বড়বড়িয়া বাজারে এ ঘটনা ঘটে

প্রথম নিউজ,নাটোর: নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট হওয়ায় লালচাঁন (৬০) নামে এক বৃদ্ধকে মারপিটের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাত ৮টায় বড়বড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। বৃদ্ধ লালচাঁন ওই এলাকার মৃত মোজাম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টায় লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাবির হোসেন কাঙ্গালের আনারস প্রতীকের এজেন্ট হওয়ায় লালচাঁনকে ২০-২৫ তরুণ লাঠি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
আহত লালচাঁন জানান, এশার নামাজ শেষে জমির স্থানীয় বাজারে যায়। এ সময় স্থানীয় তরুণ সুজন, হাফিজ, জাভেদ, হাফিজুল নেতৃত্বে ২০-২৫ জন লাঠিসোটা ও দেশিয় অস্ত্রসহ মিছিল নিয়ে বাজার অতিক্রম করছিল। একপর্যায়ে মিছিলের পেছনে থাকা কয়েকজন আনারস প্রতীকের এজেন্ট হয়েছিস বলে আমাকে বেধড়ক মারপিট করে চলে যায়।
স্বতন্ত্র প্রার্থী কাবির হোসেন কাঙ্গাল বলেন, নৌকা প্রতীকের কর্মী-সমথর্করা আমার এজেন্টদের হুমকি ধামকি দিচ্ছে। কেন্দ্রে যেতে নিষেধ করছে। আহত লালচাঁনকে আনারস প্রতীকের বরবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের এজেন্ট ছিল।
এ ব্যাপারে কথা বলতে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলতাব হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লালচাঁনকে অভিযোগ দিতে বলেছি। তবে এলাকায় এখন শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: