তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম-সদস্য সচিব সেলিম
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয় ।
প্রথম নিউজ, অনলাইন: সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের ৩৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল৷ এতে সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক ইমাম হোসেনকে আহবায়ক এবং সেলিম রেজাকে সদস্য সচিব করা হয়েছে৷ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয় । এতে বলা হয়, সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো।