ঢাবিতে হাসিনার প্রতিকৃতিতে ‘গণজুতা নিক্ষেপ’
প্রথম নিউজ, অনলাইন: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর উদ্যোগে অনন্য প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের পর যে গ্রাফিতি জনতার প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিল, সিটি কর্পোরেশন প্রশাসন পরশু সেটা মুছে ফেলে। এর প্রতিবাদে সোমবার (৩০ ডিসেম্বর) শিক্ষার্থীরা একই স্থানে শেখ হাসিনার প্রতিকৃতি পুনরায় অঙ্কন করেন ও গণজুতা নিক্ষেপের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন।