দেশে একটা ষড়যন্ত্র চলছে: দুদু

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে ‘গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসররা দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করার প্রতিবাদে’ এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

দেশে একটা ষড়যন্ত্র চলছে: দুদু

প্রথম নিউজ, অনলাইন: দেশে একটা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এই ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে ও রক্ষা করতে হলে আমাদেরকে আরও সতর্ক হতে হবে। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে ‘গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসররা দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করার প্রতিবাদে’ এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

   শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি পারে দেশে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে। কিভাবে গরীব মানুষের পাশে দাঁড়াতে হয় তা জানে। এটা অতীত ইতিহাসে দেখা গেছে এবং ক্ষমতায় আনলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতেও দেখতে পাবেন।

তিনি বলেন, সবাই জানে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নাই। কোন কোন মহল নির্বাচনকে আটকে দিয়ে দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চায়। কেউ কেউ দল গঠন করে ক্ষমতায় আসতে চায়। যে কেউ দল গঠন ও নির্বাচন করতে পারে, এতে আমাদের আপত্তি নাই। কিন্তু বিশেষ মহল থেকে বিশেষভাবে দল গঠন করে কেউ যদি ক্ষমতা দখল করতে চায় সেক্ষেত্রে আমাদের আপত্তি আছে।

দুদু বলেন, বাজারের অবস্থা ভালো না। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকালে মনে হয় দেশে কোন সরকার নাই। দেশ এক অরাজকতা পরিস্থিতির দিকে যাচ্ছে, সেজন্য সরকারকে শক্ত হতে হবে। এসব নিয়ন্ত্রণ করতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি রাস্তায় নামলে কি হয় সেটা শেখ হাসিনা ভালো করে জানেন। সুতরাং দেশে একটি সুস্থ নির্বাচন দিয়ে বিএনপিকে সংসদে যাওয়ার ব্যবস্থা করলে ভালো হয়।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, লেবার পার্টি চেয়ারম্যান লায়ন ফারুক রহমান প্রমুখ।