রাঙামাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত ১

বৃহস্পতিবার সকালে উপজেলার কিসিং ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রাঙামাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত ১

প্রথম নিউজ, রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে ১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার কিসিং ছড়া এলাকায় এ ঘটনা ঘটে। লংগদু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার জগদিশ চাকমা জানান, লংগদু উপজেলার কিসিং ছড়া এলাকায় নিহতের ঘটনা ঘটেছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, কিসিং ছড়া এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী দল অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের ওপর গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।

লংগদু থানার ওসি ফেরদৌস ওয়াহিদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত এসপি মারূফ আহামেদ বলেন, ‘পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।’