টয়লেটে মিললো নৌকায় সিল মারা ২০ ব্যালটপেপার
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে নৌকায় সিল মারা ২০টি ভুয়া ব্যালট একটি ভোট কেন্দ্রের টয়লেটের পাশে পাওয়া গেছে।
প্রথম নিউজ, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে নৌকায় সিল মারা ২০টি ভুয়া ব্যালট একটি ভোট কেন্দ্রের টয়লেটের পাশে পাওয়া গেছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন চন্দ্রপুর ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম। সোমবার (২৯ নভেম্বর) রাত ৮টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক চন্দ্রপুর ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম। অপরদিকে ওই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহাবুবর রহমান বলেন, প্রতিপক্ষ নৌকার ভোট কমাতে গণনার সময় ব্যালটগুলো চুরি করে বাইরে ফেল দিয়েছে। রোববারের (২৮ নভেম্বর) নির্বাচনে চন্দ্রপুর ইউনিয়নে দুই প্রার্থী নয় হাজার ৮৪০ ভোট পেয়ে সমান অবস্থানে রয়েছেন। যার ফলে এ ইউনিয়নের নির্বাচনী ফলাফল স্থগিত করে নির্বাচন কমিশন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, নৌকার কর্মী সমর্থকরা নৌকায় সিল মারা কিছু ভুয়া ব্যালট ওই ইউনিয়নের গোসাইরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের টয়লেটে ফেলে রাখেন। সোমবার সকালে স্থানীয়রা ২০টি ভুয়া ব্যালট উদ্ধার করলে সেগুলো আমার কাছে আসে। নৌকার কর্মীরা ভোট বাক্সে রাখার সময় না পেয়ে ব্যালটগুলো ফেলে রেখেছে। এভাবে ভুয়া ব্যালট দিয়ে নৌকার ভোট বাড়িয়ে সমান অবস্থানের ফলাফল তৈরি করে ফলাফল স্থগিত করা হয়। তাই আমি এ ইউনিয়নে পুনঃভোট দাবি করছি। এ সময় উদ্ধার হওয়া ২০টি ব্যালট তিনি দেখান।
চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহাবুবর রহমান বলেন, স্থানীয় সমর্থকদের মাধ্যমে নৌকায় সিল মারা ব্যালটের বিষয়ে শুনেছি। এসব ব্যালট তাদের কাছে কেন? এটা তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্ধার করার কথা। তারা নৌকার ভোট কমাতে এসব ব্যালট চুরি করেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: