রোহিত-কোহলি যুগ শেষ!
প্রথম নিউজ, অনলাইন: আজ শুরু হতে যাওয়া সিডনি টেস্টের একাদশে যে অধিনায়ক রোহিত শর্মার জায়গা নিশ্চিত নয়, এমন ইঙ্গিত বৃহস্পতিবার সকালেই দিয়েছিলেন ভারতের কোচ গৌতম গম্ভীর। রাতে খবর আসে বাজে ফর্মের কারণে রোহিত নিজেই একাদশ থেকে বাদ দিয়েছে নিজেকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরা। এখানেই রোহিতের টেস্ট ক্যারিয়ারের শেষ দেখছে ভারতীয় মিডিয়া। কাল ভারতের কোচ আরও কিছু কথা বলেছেন, যাতে মনে হয়েছে টেস্ট দলে বিরাট কোহলিরও দিন ফুরিয়ে আসছে। ভারতীয় ক্রিকেটে পালাবদলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন গম্ভীর।
চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচ সিডনিতে খেলতে নামছে ভারত। পরের বিশ্ব চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের ম্যাচ জুন মাসে। ততদিনে রোহিত ৩৮ পেরিয়ে ৩৯-এ পা দেবেন। কোহলির বয়স হবে ৩৬। পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দু’জনেরই পুরো মেয়াদ খেলা কঠিন। তাই তাদের ছাড়াই এগিয়ে যাওয়ার কথা ভাবছে ভারত।
কাল গম্ভীর বলেছেন, ‘একটা কথা পরিষ্কার করে দিতে চাই, যত দিন সাজঘরে সৎ মানুষেরা রয়েছে ততদিন ভারতীয় ক্রিকেট নিরাপদ হাতে থাকবে। যে কোনো পালাবদলের ক্ষেত্রেই সততা গুরুত্বপূর্ণ। সিনিয়রদের বিদায় জানিয়ে তরুণদের দলে আনার মধ্যেই বিষয়টা আটকে নেই। কীভাবে পারফরম্যান্স দিয়ে সাজঘর ঐক্যবদ্ধ রাখতে হয় সেটাও দেখতে হবে।’
গম্ভীর নিজেই এক পালাবদলের সাক্ষী। তিনি এমন সময় ক্রিকেট খেলেছেন যখন ধীরে ধীরে বিদায় নিয়েছেন সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় এবং শচীন টেন্ডুলকারের মতো ক্রিকেটার। তাই গম্ভীরের মতে, পালাবদল সবাইকে নিয়েই করতে হবে। কেউ একা এই কাজ করতে পারে না।