তিনটি পয়েন্টের কারণে গুরুত্বপূর্ণ রোনালদোর তিন গোল

 তিনটি পয়েন্টের কারণে গুরুত্বপূর্ণ রোনালদোর তিন গোল
তিনটি পয়েন্টের কারণে গুরুত্বপূর্ণ রোনালদোর তিন গোল-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : এভারটনের বিপক্ষে সবশেষ ম্যাচে ছিলেন বড্ড নিষ্প্রভ। এমনকি ০-১ গোলে হারা সেই ম্যাচের পর এক ভক্তের হাতে চাটি মেরে মোবাইল ভেঙে ফেলে হন তুমুল সমালোচিত। সব সমালোচনার জবাব দারুণ এক হ্যাটট্রিক করেই দিয়েছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

শনিবার রাতে নিজেদের ঘরের মাঠে নরউইচ সিটির বিপক্ষে ৩-২ গোলের এক রোমাঞ্চকর জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের জয়ে একাই গোল তিনটি করেছেন রোনালদো। যা তার ক্লাব ক্যারিয়ারের ৫০তম এবং সবমিলিয়ে ৬০তম হ্যাটট্রিক।

ম্যাচের ৭৬ মিনিটের মাথায় দর্শনীয় এক ফ্রি-কিক থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। প্রায় চার বছর ফ্রি-কিক থেকে গোল করেন তিনি। এর আগে ৩২ মিনিটে দারুণ এক হেডার ও ৭ মিনিটের সময় প্লেসিং শটে প্রথম দুই গোল করেন রোনালদো।

ম্যাচ শেষে নিজের পারফরম্যান্সের ব্যাপারে তৃপ্তি প্রকাশ করেছেন পর্তুগিজ সুপারস্টার। পাশাপাশি এটিও জানিয়েছেন, দল জিতে পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার কারণেই তার এই তিন গোল এতো গুরুত্বপূর্ণ। অর্থাৎ দল না জিতলে নিজের দারুণ পারফরম্যান্সেও সন্তুষ্ট থাকতে রাজি নন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে রোনালদো লিখেছেন, ‘এই জয়ে খুবই খুশি। প্রিমিয়ার লিগে আবারও ট্র্যাকে ফিরলাম আমরা। যেমনটা আগেও বলেছি, ব্যক্তিগত অর্জন তখনই আনন্দ দেয় যখন এটি দল হিসেবে আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করে।’

‘আমার ক্যারিয়ারের এই ৬০তম হ্যাটট্রিকটি অনেক গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের ৩ পয়েন্ট এনে দিয়েছে। দুর্দান্ত খেলেছে ছেলেরা। প্রত্যেকে নিজেদের সেরাটা নিংড়ে দিয়েছে। আমরা হাল ছাড়ার পক্ষে নই। একদম শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাবো।’

এ জয়ের ফলে ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যা উজ্জ্বল করেছে তাদের চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনা। সমান ম্যাচে মাত্র ২১ পয়েন্ট নিয়ে সবার নিচে নরউইচ। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom