প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পরিচালিত এক সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ৫৯৭ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার (২২ মে) দিনগত রাতে পেটালিং জায়ার মেন্টারি কোর্ট এলাকায় অভিযানটি চালানো হয়।
শুক্রবার (২৩ মে) সকালে এক বিবৃতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানে অভিবাসন বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ৩৯০ জন কর্মকর্তা ও কর্মী অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে বিভিন্ন দেশের ১ হাজার ৫৯৭ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ৫৯৭ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বয়স ১১ থেকে ৫৯ বছরের মধ্যে। তাদের মধ্যে ৪৭২ জন পুরুষ এবং ১২৫ জন নারী রয়েছেন। আটককৃতরা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও থাইল্যান্ডের নাগরিক। তবে ঠিক কতজন বাংলাদেশি রয়েছেন তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।
পরিচয়পত্র না থাকা, অনুমোদিত সময়ের অতিরিক্ত অবস্থান, পাসের শর্ত লঙ্ঘন এবং অবৈধ নথি ব্যবহারের অভিযোগে তাদের আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য সবাইকে ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। এছাড়া একই সময়ে পেটালিং জায়া সিটি কাউন্সিলের এনফোর্সমেন্ট ডিভিশনও আশপাশের বসতিতে বিদেশিদের কর্মসংস্থান ও ব্যবসার বিরুদ্ধে একটি সমন্বিত অভিযান পরিচালনা করে।