লটারি জিতে ১২ কোটি রুপি, রাতারাতি জীবন পাল্টে গেলো অটোচালকের

লটারি জিতে ১২ কোটি রুপি, রাতারাতি জীবন পাল্টে গেলো অটোচালকের

প্রথম নিউজ, ডেস্ক : এক লটারিতেই বাজিমাত। রাতারাতি পাল্টে গেল জীবন। লটারিতে ১২ কোটি রুপি জিতে রীতিমত কোটিপতি বনে গেলেন ভারতের কেরালা রাজ্যের এক অটোচালক। প্রায় ১০ দিন আগে লটারির টিকিট কিনেছিলেন তিনি। সোমবার এর ফল প্রকাশিত হয়। ফলাফল দেখতে গিয়ে অটোচালক জানতে পারেন, তিনিই প্রথম পুরস্কার পেয়েছেন। আর সেই পুরস্কারের আর্থিক মূল্য ১২ কোটি রুপি।

কেরালার মারাডুর বাসিন্দা ওই অটোচালকের নাম জয়পালান পি আর। রাতারাতি বড়লোক হওয়া জয়পালানের কাছে জানতে চাওয়া হয়েছিল, কী করে নম্বর বেছে নিয়েছিলেন বা নম্বর বেছে নেওয়ার ক্ষেত্রে কারও পরামর্শ নিয়েছিলেন কি না।

জবাবে সংবাদ সংস্থা পিটিআইকে এই কোটিপতি অটোচালক বলেন, লটারির নাম্বার ছিল টিই৬৪৫৪৬৫। সংখ্যাটি দেখে আমার ভাল লেগেছিল বলেই ওই টিকিটটি কেটেছিলাম। এ ব্যাপারে কারও পরামর্শ নিইনি।

ত্রিপুনীথুরা থেকে গত ১০ সেপ্টেম্বর ওনাম বাম্পার লটারির টিকিটটি কিনেছিলেন জয়পালান। রোববার তিরুঅনন্তপুরমের গোর্কি ভবনে লটারি খেলা হয়।

কেরালার অর্থমন্ত্রী কে এন বালগোপাল অনুষ্ঠানটির উদ্বোধন করেছিলেন। কেরালা জুড়ে বিক্রি হওয়া ৫৪ লাখ টিকিটের মধ্যে বেছে নেওয়া হয় প্রথম পুরস্কার বিজেতাকে। তবে জয়ী জয়পালন অবশ্য ১২ কোটি টাকা জিতলেও হাতে পাবেন ৭ কোটি টাকা।