প্রথম নিউজ, খেলা ডেস্ক: ফুটবল মাঠে লিওনেল মেসির জাদুকরী ছোঁয়ায় এসেছে অসংখ্য গোল। তার ক্যারিয়ারে চোখ ধাঁধানো, শৈল্পিক গোলের অভাব নেই। তবু এত শত গোলের মধ্যেও একটি গোল রয়েছে, যা তার হৃদয়ের সবচেয়ে কাছের। অবশেষে জানালেন সেই গোলটির কথাই। ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। সেদিন বার্সেলোনার হয়ে হেডে করা একটি গোল দিয়েই ফুটবলবিশ্বকে চমকে দিয়েছিলেন মেসি। আর সেটিকেই নিজের সবচেয়ে প্রিয় গোল হিসেবে বেছে নিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।
এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘অনেক গোল করেছি যেগুলো হয়তো আরও বেশি দৃষ্টিনন্দন কিংবা তাৎপর্যপূর্ণ। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ফাইনালে করা হেডে গোলটি সবসময়ই আমার প্রিয়।’ ওই ম্যাচে বার্সা জিতেছিল ২–০ ব্যবধানে। দ্বিতীয় গোলটি করেছিলেন মেসি। কাতালান ক্লাবটির হয়ে সেটিই ছিল তার প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের রাত।