কুড়িগ্রামে জুলাই আন্দোলনের শহীদ ৫ পরিবারের মাঝে চেক দিল জেলা প্রশাসন

প্রথম নিউজ, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার অধীনে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদ ৫ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা নগদ অর্থ চেক প্রদান করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ ৫ পরিবারের সদস্যদের মাঝে এসব চেক তুলে দেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। কুড়িগ্রাম জেলা নাগরিক কমিটি(এনসিপি) সংগঠক মোঃ মুকুল মিয়া,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ ফয়সাল আহমেদ, মুখ্য সংগঠক মোঃ সাদেকুর ইসলাম প্রমুখ।