টাঙ্গাইল জেলা ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত
আজ রোববার টাঙ্গাইল এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রথম নিউজ, টাঙ্গাইল: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল জেলা ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার টাঙ্গাইল এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু।
ছাত্র সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানানো হয়।
ছাত্রদলের সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা ছাত্র দলের আহবায়ক দূর্জয় হোড় শুভ এবং সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা ছাত্র দলের সদস্য সচিব এম এ বাতেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: