আগুনে পোড়া এক কিশোরীর খণ্ডিত লাশ উদ্ধার!
মঙ্গলবার বিকালে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের পশ্চিম বিলনালিয়া গ্রামের একটি জমিতে তার লাশ পাওয়া যায়।

প্রথম নিউজ, ফরিদপুর : ফরিদপুরে আগুনে পোড়া এক কিশোরীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। মঙ্গলবার বিকালে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের পশ্চিম বিলনালিয়া গ্রামের একটি জমিতে তার লাশ পাওয়া যায়। স্থানীয়রা ধারণা করছেন, ১২-১৩ বছর বয়সী ওই কিশোরীকে হত্যার পর লাশ কয়েক টুকরা করে পেট্রল ঢেলে পোড়ানো হয়েছে। কৈজুরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুর উদ্দিন বলেন, দুপুরে কৃষকরা পোড়া লাশটি থেকে ধোঁয়া দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন। ধারণা করা হচ্ছে, হত্যার পর ব্যাগে ভরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার এসআই সংকর কুমার বলেন, কিশোরীর আগুনে পোড়া খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এমএ জলিল জানান, খবর পেয়ে পুলিশ, সিআইডির ক্রাইমসিন, পিবিআইয়ের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। আলামত সংগ্রহ করছেন তারা। লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ইতোমধ্যেই তদন্তে নেমেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: