জিম্বাবুয়ের বিপক্ষে কীভাবে খেলতে হয়, বাংলাদেশকে দেখাচ্ছে ইংল্যান্ড

জিম্বাবুয়ের বিপক্ষে কীভাবে খেলতে হয়, বাংলাদেশকে দেখাচ্ছে ইংল্যান্ড

প্রথম নিউজ, অনলাইন:  পরিচিত মাঠ, পরিচিত কন্ডিশনে প্রতিপক্ষ হচ্ছে ধারে-ভারে পিছিয়ে থাকা জিম্বাবুয়ে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ খেলেছে গেল মাসে, চলতি মাসে ইংল্যান্ডও একই পরিস্থিতিতে পড়ল। তবে দুই দলের পারফর্ম্যান্সে ফারাকটা বিস্তর। বাংলাদেশ যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে খাবি খেয়েছে, ইংল্যান্ড সেখানে রীতিমতো রেকর্ডই গড়ে বসেছে। তাতে যেন ইংলিশরা দেখিয়েও দিয়েছে বাংলাদেশকে, ‘দেখো, জিম্বাবুয়ের বিপক্ষে এভাবেই খেলতে হয়’! 

ট্রেন্টব্রিজে ইংল্যান্ড-জিম্বাবুয়ে একমাত্র টেস্টটা আসলে ৪ দিনের ম্যাচ। প্রতি দিন খেলা হবে ৯৮ ওভার করে। তবে গতকাল মন্থর ওভার রেটের কারণে জিম্বাবুয়ে করতে পারল মোটে ৮৮ ওভার। তাতেই ৩ উইকেট খুইয়ে ৪৯৮ রান তুলে বসেছে ইংলিশরা। যদি পুরো ওভার খেলা হতো, তাহলে হয়তো ৬০০’র কাছাকাছিও পৌঁছে যেতে পারত দলটা!

তবে যা হয়েছে, তাও কম কীসে! ইংল্যান্ডে টেস্টের প্রথম দিনে এর চেয়ে বেশি রানের নজির আর নেই। গতকাল এই রেকর্ডটা গড়ে ফেলেছে দলটা।

প্রথমদিনে ইংলিশদের মূল পারফরমার ছিলেন ওলি পোপ। বৃহস্পতিবার বৃহস্পতি তুঙ্গে ছিল তার। পোপ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৬৯ রানে। 

রুট ৩৪ রান করে আউট হন, তবে টেস্টে ১৩ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি। তবে ১৩ হাজারি ক্লাবে ঢুকতে সবচেয়ে মন্থরগতি ছিল তারই। এই মাইলফলক ছুঁতে তিনি খেলেছেন ২৭৯টি ইনিংস। এর আগে ২৭৭ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন রাহুল দ্রাবিড়। তবে দ্রুততম ব্যাটারের সঙ্গে রুটের পার্থক্যটা সামান্যই। ১৩ হাজার রান করতে ২৬৬ ইনিংস খেলতে হয়েছিল ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।

এদিকে স্বাগতিকদের প্রথম ইনিংসের তিনটি বড় স্তম্ভ তিন সেঞ্চুরি। পোপ ছাড়াও দুই ওপেনার জ্যাক ক্রলি (১২৪) ও বেন ডাকেটও (১৪০) তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ২৩১ রান। 

সে ভিতের ওপর দাঁড়িয়ে এখন জিম্বাবুয়ের ওপর ছড়ি ঘোরাচ্ছেন পোপ। তার সঙ্গে আছেন হ্যারি ব্রুক। মাঠের বাইরে অপেক্ষায় আছেন অধিনায়ক বেন স্টোকস আর উইকেটরক্ষক জেইমি স্মিথ। ঘরের মাঠে দাপটই দেখাচ্ছে ইংলিশরা, তা বলাই বাহুল্য।