এবার টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম নিউজ, ডেস্ক : পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের বাছাইপর্বে শুভসূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ (মঙ্গলবার) দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দল।
হারারের সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে দুপুর দেড়টায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জানিয়েছেন যুক্তরাষ্ট্র অধিনায়ক সিন্ধু শ্রিহর্ষ। বিশ্বকাপ বাছাইয়ে এটিই যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ের পর পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বি গ্রুপে বাংলাদেশের পরের দুই ম্যাচ আগামী ২৫ ও ২৯ নভেম্বর। এর মধ্যে প্রথমটি থাইল্যান্ড ও পরে শেষ ম্যাচটি হবে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: