মাহিরা খান কি আবারও বলিউডে অভিনয় করবেন?

মাহিরা খান কি আবারও বলিউডে অভিনয় করবেন?

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: পাকিস্তানি সুপারস্টার মাহিরা খান ভারতেও ব্যাপক জনপ্রিয়।  ২০১৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। যদিও পরবর্তীতে ভারত-পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্বসহ আরও বেশকিছু কারণে তার আর কোনো বলিউড সিনেমায় কাজ করা হয়নি।  

দীর্ঘদিন পর বলিউডে পাকিস্তানি শিল্পীদের নিষেধাজ্ঞা উঠে গেলেও তা স্থায়ী হয়নি। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানি শিল্পীদের বলিউডে কাজ করা আবারও অনিশ্চয়তার মুখে।  এমন পরিস্থিতিতে মাহিরা খানকে এক ভক্তের প্রশ্ন- বলিউডে আবারও তিনি কাজ করবেন কিনা। 

এই প্রশ্নটির উত্তর খুব চিন্তাভাবনা করে দিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমাদের নিজেদের ইন্ডাস্ট্রিতে মনোযোগ দেওয়া দরকার। আমি এমন একজন, যে ‘ক্যানসেল কালচার’ বা বয়কটের ধারনায় বিশ্বাস করি না। দ্ব্যর্থহীনভাবে বলছি—আমি মনে করি না এটি সঠিক পন্থা। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা সবাই আবেগপ্রবণ। শেষ পর্যন্ত আপনার দেশই আপনার নিরাপদ আশ্রয়স্থল। আমি বিশ্বাস করি, আমাদের পাকিস্তানের ওপর বিনিয়োগ করা উচিত।’ 

তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ কেউ তার পরিপক্ব ও কূটনৈতিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন এবং পাকিস্তানের বিনোদন শিল্পকে শক্তিশালী করার আহ্বানকে ইতিবাচকভাবে নিয়েছেন। আবার কেউ কেউ মনে করেছেন, তিনি ভারত-পাকিস্তান বিনোদন সম্পর্ক নিয়ে সুস্পষ্ট অবস্থান নেননি।

সামাজিকমাধ্যমে একজন মন্তব্য করেন, ‘তিনি রাজনৈতিকভাবে সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু ভক্তরা আরও দৃঢ় অবস্থান চেয়েছিল।’ অন্য একজন লিখেন, ‘তিনি ঠিক বলেছেন—আমাদের পাকিস্তানি ড্রামা ইন্ডাস্ট্রির দিকে মনোযোগ দেওয়া উচিত, এটি এশিয়ার অন্যতম বড় ইন্ডাস্ট্রি।’

মাহিরা খান ‘হামসফর’, সদকে তুমহারে’র মতো জনপ্রিয় পাকিস্তানের ড্রামায় অনবদ্য অভিনয় করে প্রশংসা কুড়ান।  বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে তার আসন্ন সিনেমা ‘লাভ গুরু’র প্রচারণায় ব্যস্ত। এতে তার বিরপীতে অভিনয় করেছেন হুমায়ুন সাঈদ।