এফডিসির এমডির কুশপুতুল দাহ করলেন চলচ্চিত্রকর্মীরা
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উত্তাল এফডিসি
প্রথম নিউজ, ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উত্তাল এফডিসি। গত ২৮ জানুয়ারি ছিল শিল্পী সমিতির নির্বাচন। এদিন এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের।
এ বিষয়টিকে অপমানজনক দাবি করে তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে ১৭ সংগঠন। চলছে তাদের আন্দোলন।
তার অংশ হিসেবে আজ এফডিসি এমডি নুজহাত ইয়াসমিনের কুশপুতুল দাহ করা হয়। আজ রোববার পরিচালক সমিতির সামনে দুপুর ১২টার পরপর এই কর্মসূচি পালন করেন ১৭ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় দেখা যায় এমডির কুশপুতুলের গায়ে কালো শাড়ি ও গলায় ঝুলছিল জুতার মালা।
এসময় এফডিসির এমডি কর্মস্থলে উপস্থিত ছিলেন। তিনি আজ সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: