ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টেস্ট সিরিজের শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা
প্রথম নিউজ, ডেস্ক : মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
চট্টগ্রামে দুই দলের প্রথম টেস্ট ড্র হওয়ায় সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে ঢাকা টেস্ট। আর গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জিতে আগে করে ব্যাটিং করাকেই সমীচীন মনে করেছেন বাংলাদেশ অধিনায়ক।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে ড্র হয়েছিল সিরিজের প্রথম টেস্ট। তবে ২০১৫ সালের পর মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’ কোনো টেস্ট ড্র হয়নি। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে এই টেস্টে ফল বের করে আনার চেষ্টা থাকবে দুই দলেরই।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews